৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াত নং - ২৬ - মাক্কী

৭৯ : ২৬ اِنَّ فِیۡ ذٰلِكَ لَعِبۡرَۃً لِّمَنۡ یَّخۡشٰی ﴿ؕ۲۶﴾

নিশ্চয় যে ভয় করে তার জন্য এতে শিক্ষা রয়েছে। আল-বায়ান

যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে অবশ্যই শিক্ষা আছে। তাইসিরুল

যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। মুজিবুর রহমান

Indeed in that is a warning for whoever would fear [Allah]. Sahih International

২৬. নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে।

-

তাফসীরে জাকারিয়া

২৬। যে (আল্লাহকে) ভয় করে, তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। [1]

[1] এতে নবী (সাঃ)-এর জন্য সান্ত্বনা এবং মক্কার কাফেরদের জন্য হুমকি রয়েছে যে, যদি তারা পূর্বেকার লোকদের ঘটনাসমূহ থেকে উপদেশ গ্রহণ না করে, তাহলে তাদের পরিণামও ফিরআউনের মত হতে পারে।

তাফসীরে আহসানুল বায়ান