কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াত নং - ২ - মাক্কী
৭৪ : ২ قُمۡ فَاَنۡذِرۡ ۪ۙ﴿۲﴾
উঠ, অতঃপর সতর্ক কর। আল-বায়ান
ওঠ, সতর্ক কর। তাইসিরুল
উঠ, সতর্ক বাণী প্রচার কর। মুজিবুর রহমান
Arise and warn Sahih International
২. উঠুন, অতঃপর সতর্ক করুন(১),
(১) এখানে সর্বপ্রথম নির্দেশ হচ্ছে, قُمْ অর্থাৎ উঠুন। এর আক্ষরিক অর্থ ‘দাঁড়ান’ও হতে পারে। অর্থাৎ আপনি বস্ত্ৰাচ্ছাদন পরিত্যাগ করে দন্ডায়মান হোন। এখানে কাজের জন্যে প্রস্তুত হওয়ার অর্থ নেয়াও অবান্তর নয়। উদ্দেশ্য এই যে, এখন আপনি সাহস করে জনশুদ্ধির দায়িত্ব পালনে সচেষ্ট হন। أنذر শব্দটি إنذار থেকে উদ্ভুত। অর্থ সতর্ক করা। এখানে মক্কার কাফেরদেরকে সতর্ক করতে বলা হয়েছে। [ফাতহুল কাদীর]
তাফসীরে জাকারিয়া(২) উঠ, সতর্ক কর, [1]
[1] অর্থাৎ, মক্কাবাসীদেরকে ভয় দেখাও, যদি তারা ঈমান না আনে।
তাফসীরে আহসানুল বায়ান