৬৮ সূরাঃ আল-কলম | Al-Qalam | سورة القلم - আয়াত নং - ৪৫ - মাক্কী

৬৮ : ৪৫ وَ اُمۡلِیۡ لَهُمۡ ؕ اِنَّ كَیۡدِیۡ مَتِیۡنٌ ﴿۴۵﴾

আর আমি তাদেরকে অবকাশ দেব। অবশ্যই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। আল-বায়ান

আমি তাদেরকে (লম্বা) সময় দেই, আমার কৌশল বড়ই মজবুত। তাইসিরুল

আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। মুজিবুর রহমান

And I will give them time. Indeed, My plan is firm. Sahih International

৪৫. আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল অত্যান্ত বলিষ্ঠ।

-

তাফসীরে জাকারিয়া

(৪৫) আর আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। [1]

[1] এটা পূর্বোক্ত বিষয়ের তাকীদস্বরূপ। كَيْدٌ গোপন কৌশল ও চক্রান্তকে বলা হয়। এটা সৎ উদ্দেশ্য হলে, তা কোন দোষের নয়। এটাকে যেন উর্দু ভাষায় ব্যবহূত ‘কায়দ’ মনে না করা হয়; যার মধ্যে কেবল মন্দ অর্থই পাওয়া যায়।

তাফসীরে আহসানুল বায়ান