কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৪ সূরাঃ আল-কামার | Al-Qamar | سورة القمر - আয়াত নং - ৫৪ - মাক্কী
৫৪ : ৫৪ اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّ نَهَرٍ ﴿ۙ۵۴﴾
নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। আল-বায়ান
মুত্তাক্বীরা থাকবে বাগান আর ঝর্ণাধারার মাঝে, তাইসিরুল
মুত্তাকীরা থাকবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে – মুজিবুর রহমান
Indeed, the righteous will be among gardens and rivers, Sahih International
৫৪. নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ-বাগিচা ও ঝর্নাধারার মধ্যে,
-
তাফসীরে জাকারিয়া(৫৪) সাবধানীরা থাকবে জান্নাতসমূহ ও নহরে। [1]
[1] অর্থাৎ, বিভিন্ন প্রকার (জান্নাত) বাগানে থাকবে। نَهْرٌ জিন্স (জাতি) হিসাবে ব্যবহার হয়েছে, যাতে জান্নাতের সকল প্রকার নদী শামিল।
তাফসীরে আহসানুল বায়ান