কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫০ সূরাঃ কাফ | Qaf | سورة ق - আয়াত নং - ২৩ - মাক্কী
৫০ : ২৩ وَ قَالَ قَرِیۡنُهٗ هٰذَا مَا لَدَیَّ عَتِیۡدٌ ﴿ؕ۲۳﴾
আর তার সাথী (ফেরেশতা) বলবে, এই তো আমার কাছে (আমল নামা) প্রস্তুত। আল-বায়ান
তার সঙ্গী (ফেরেশতা) বলবে ‘এই যে আমার কাছে (‘আমালনামা) প্রস্তুত।’ তাইসিরুল
তার সঙ্গী মালাক/ফেরেশতা বলবেঃ এইতো আমার নিকট ‘আমলনামা প্রস্তুত। মুজিবুর রহমান
And his companion, [the angel], will say, "This [record] is what is with me, prepared." Sahih International
২৩. আর তার সঙ্গী ফেরেশতা বলবে, এই তো আমার কাছে আমলনামা প্ৰস্তুত।
-
তাফসীরে জাকারিয়া(২৩) তার সঙ্গী (ফিরিশতা) বলবে, ‘এই তো আমার নিকট (আমলনামা) প্রস্তুত।’ [1]
[1] অর্থাৎ, ফিরিশতা মানুষের সমস্ত রেকর্ড সামনে রেখে দেবেন এবং বলবেন, এটা হল তোমার কর্ম-তালিকা (আমলনামা) যা আমার কাছে ছিল।
তাফসীরে আহসানুল বায়ান