৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ১৪ - মাক্কী

৩৭ : ১৪ وَ اِذَا رَاَوۡا اٰیَۃً یَّسۡتَسۡخِرُوۡنَ ﴿۪۱۴﴾

আর যখন তারা কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে। আল-বায়ান

তারা আল্লাহর কোন নিদর্শন দেখলে ঠাট্টা করে। তাইসিরুল

তারা কোন নিদর্শন দেখলে উপহাস করে। মুজিবুর রহমান

And when they see a sign, they ridicule Sahih International

১৪. আর যখন তারা কোন নিদর্শন দেখে, তখন তারা উপহাস করে

-

তাফসীরে জাকারিয়া

(১৪) ওরা কোন নিদর্শন দেখলে উপহাস করে,

-

তাফসীরে আহসানুল বায়ান