কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ১০১ - মাক্কী
২৬ : ১০১ وَ لَا صَدِیۡقٍ حَمِیۡمٍ ﴿۱۰۱﴾
‘এবং কোন অন্তরঙ্গ বন্ধুও নেই’। আল-বায়ান
একজন অন্তরঙ্গ বন্ধুও নেই। তাইসিরুল
কোন সহৃদয় বন্ধুও নেই। মুজিবুর রহমান
And not a devoted friend. Sahih International
১০১. এবং কোন সহৃদয় বন্ধুও নেই।
-
তাফসীরে জাকারিয়া(১০১) এবং কোন সহৃদয় বন্ধুও নেই! [1]
[1] ঈমানদারদের মধ্যে যারা পাপী তাদের সুপারিশ আল্লাহর অনুমতিক্রমে আম্বিয়া ও স্বালেহীনগণ -- বিশেষ করে শেষ নবী (সাঃ) করবেন। কিন্তু কাফের ও মুশরিকদের জন্য সুপারিশ করার না কারো সাহস হবে এবং না তাতে অনুমতি হবে। আর না সেখানে কোন বন্ধুত্ব কাজে আসবে।
তাফসীরে আহসানুল বায়ান