২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ৭৬ - মাক্কী

২৬ : ৭৬ اَنۡتُمۡ وَ اٰبَآؤُكُمُ الۡاَقۡدَمُوۡنَ ﴿۫ۖ۷۶﴾

‘তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা?’ আল-বায়ান

তোমরা আর তোমাদের আগের পিতৃপুরুষরা? তাইসিরুল

তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষরা? মুজিবুর রহমান

You and your ancient forefathers? Sahih International

৭৬. তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা!

-

তাফসীরে জাকারিয়া

(৭৬) তোমরা এবং তোমাদের অতীতের পিতৃপুরুষেরা? [1]

[1] কারণ তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করছ? কেউ কেউ এর অর্থ বলেছেন যে, তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা যাদের ইবাদত করছ, সেই মা’বূদরা সকলেই আমার শত্রু। অর্থাৎ, আমার সাথে তাদের কোন সম্পর্ক নেই।

তাফসীরে আহসানুল বায়ান