২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ২৩ - মাক্কী

২৬ : ২৩ قَالَ فِرۡعَوۡنُ وَ مَا رَبُّ الۡعٰلَمِیۡنَ ﴿ؕ۲۳﴾

ফির‘আউন বলল, ‘সৃষ্টিকুলের রব কে?’ আল-বায়ান

ফেরাউন বলল : ‘বিশ্বজগতের প্রতিপালক আবার কী?’ তাইসিরুল

ফির‘আউন বললঃ জগতসমূহের রাব্ব আবার কি? মুজিবুর রহমান

Said Pharaoh, "And what is the Lord of the worlds?" Sahih International

২৩. ফিরআউন বলল, সৃষ্টিকুলের রব আবার কী?

-

তাফসীরে জাকারিয়া

(২৩) ফিরআউন বলল, ‘বিশ্বজগতের প্রতিপালক আবার কি?’ [1]

[1] এটি সে প্রশ্ন স্বরূপ জিজ্ঞাসা করেনি বরং গর্ব ও অহংকারবশতঃ জিজ্ঞাসা করেছিল। কারণ, তার দাবী ছিল,{مَا عَلِمْتُ لَكُم مِّنْ إِلَهٍ غَيْرِي}  অর্থাৎ, আমি ছাড়া তোমাদের জন্য কোন মা’বূদকেই জানি না। (সূরা কাসাস ৩৮ নং আয়াত)

তাফসীরে আহসানুল বায়ান