কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৯৬ সূরাঃ আল-আলাক | Al-Alaq | سورة العلق - আয়াত নং - ৬ - মাক্কী
৯৬ : ৬ كَلَّاۤ اِنَّ الۡاِنۡسَانَ لَیَطۡغٰۤی ۙ﴿۶﴾
কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে। আল-বায়ান
না (এমন আচরণ করা) মোটেই ঠিক নয়, মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে, তাইসিরুল
বস্তুতঃ মানুষতো সীমালংঘন করেই থাকে, মুজিবুর রহমান
No! [But] indeed, man transgresses Sahih International
৬. বাস্তবেই(১), মানুষ সীমালঙ্ঘনই করে থাকে,
(১) كلا বলতে এখানে বুঝানো হয়েছে, حقا বা বাস্তবেই, অবশ্যই হয় এমন। [মুয়াস্সার, তাফসীরুল কুরআন লিল উসাইমীন: ১/২৬১]
তাফসীরে জাকারিয়া৬। বস্তুত মানুষ তো সীমালংঘন করেই থাকে।
-
তাফসীরে আহসানুল বায়ান