কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৯৫ সূরাঃ আত-ত্বীন | At-Tin | سورة التين - আয়াত নং - ২ - মাক্কী
৯৫ : ২ وَ طُوۡرِ سِیۡنِیۡنَ ۙ﴿۲﴾
কসম ‘সিনাই’ পর্বতের, আল-বায়ান
শপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত), তাইসিরুল
শপথ ‘সিনাই’ পর্বতের – মুজিবুর রহমান
And [by] Mount Sinai Sahih International
২. শপথ তূরে সীনীন(১)-এর,
(১) বলা হয়েছে “তূরে সীনীন” এর অর্থ, সীনীন অঞ্চলের তূর পর্বত। এ পাহাড়ে আল্লাহ তা'আলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। [মুয়াস্সার] এ পাহাড় সীনীন উপত্যকায় অবস্থিত, যার অপর নাম সাইনা। আর সাইনা বা সিনাই মিসর ও ফিলিস্তিন দেশের মধ্যে একটি মরুভূমি। [আত-তাহরীর ওয়াত-তানওয়ীর]
তাফসীরে জাকারিয়া২। শপথ ‘সিনাই’ পর্বতের। [1]
[1] এটা হল সেই ‘ত্বূর পাহাড়’ যে স্থানে আল্লাহ তাআলা মূসা (আঃ)-এর সাথে কথোপকথন করেছিলেন।
তাফসীরে আহসানুল বায়ান