কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৯১ সূরাঃ আশ-শামস | Ash-Shams | سورة الشمس - আয়াত নং - ১৫ - মাক্কী

৯১ : ১৫ وَ لَا یَخَافُ عُقۡبٰهَا ﴿۱۵﴾

আর তিনি এর পরিণামকে ভয় করেন না। আল-বায়ান

আর তিনি (তাঁর এ কাজের) কোন খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না। তাইসিরুল

আর তিনি ওর পরিণামকে ভয় করলেন না। মুজিবুর রহমান

And He does not fear the consequence thereof. Sahih International

১৫. আর তিনি এর পরিণামকে ভয় করেন না।(১)

(১) অর্থাৎ তাদের প্রতি যে আযাব নাযিল করেছেন, আল্লাহ তা'আলা এর কোন পরিণামের ভয় করেন না। কেননা, তিনি সবার উপর কর্তৃত্বশালী, সর্ব-নিয়ন্ত্রণকারী ও একচ্ছত্র অধিপতি। তাঁর আধিপত্য, কর্তৃত্ব ও ক্ষমতার বাইরে কোন কিছুই হতে পারে না। তার হুকুম-নির্দেশ তাঁর সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞারই নিদর্শন। [সা'দী]

তাফসীরে জাকারিয়া

১৫। আর তিনি ওর পরিণামকে ভয় করেন না। [1]

[1] অর্থাৎ, আল্লাহ তাআলার সে ভয় নেই যে, তিনি তাদেরকে শাস্তি দিয়েছেন, ফলে কোন বৃহৎ শক্তি তার প্রতিশোধ নেবে। তিনি এ শাস্তির পরিণাম থেকে ভয়শূন্য। যেহেতু তাঁর অপেক্ষা বড় অথবা তাঁর সমতুল্য এমন কোন শক্তি নেই, যা তাঁর নিকট হতে প্রতিশোধ গ্রহণ করতে পারে।

তাফসীরে আহসানুল বায়ান