কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৯১ সূরাঃ আশ-শামস | Ash-Shams | سورة الشمس - আয়াত নং - ১ - মাক্কী

৯১ : ১ وَ الشَّمۡسِ وَ ضُحٰهَا ۪ۙ﴿۱﴾

কসম সূর্যের ও তার কিরণের। আল-বায়ান

শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের, তাইসিরুল

শপথ সূর্যের যখন সে আচ্ছন্ন করে, মুজিবুর রহমান

By the sun and its brightness Sahih International

১. শপথ সূর্যের এবং তার কিরণের(১),

(১) এখানে ضحى শব্দটি شمس এর বিশেষণ। এ শব্দের কয়েকটি অর্থ হতে পারে। একটি অর্থ হলো দিন, দিনের প্রথমভাগ। [মুয়াসসার, তাবারী] এর আরেকটি অর্থ হতে পারে, তা হলো, আর শপথ সূর্যের কিরণ বা আলোর। [সা’দী, জালালাইন]

তাফসীরে জাকারিয়া

১ । শপথ সূর্যের এবং তার (দিনের প্রথম ভাগের) কিরণের। [1]

[1] চাশতের সময় অথবা সূর্যের কিরণের কসম। অথবা ‘য্বুহা’ বলতে দিনকে বোঝানো হয়েছে। অর্থাৎ, সূর্য এবং দিনের কসম।

তাফসীরে আহসানুল বায়ান