কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৯০ সূরাঃ আল-বালাদ | Al-Balad | سورة البلد - আয়াত নং - ১৫ - মাক্কী

৯০ : ১৫ یَّتِیۡمًا ذَا مَقۡرَبَۃٍ ﴿ۙ۱۵﴾

ইয়াতীম আত্মীয়-স্বজনকে। আল-বায়ান

নিকটাত্মীয় ইয়াতীমকে, তাইসিরুল

পিতৃহীন আত্মীয়কে, মুজিবুর রহমান

An orphan of near relationship Sahih International

১৫. ইয়াতীম আত্মীয়কে(১),

(১) এ ধরনের ইয়াতীমের হক সবচেয়ে বেশী। একদিকে সে ইয়াতীম, দ্বিতীয়ত সে তার নিকটাত্মীয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘মিসকীনকে দান করা নিঃসন্দেহে একটি দান। কিন্তু আত্মীয়দের দান করা দুটি। দান ও আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠা। [মুসনাদে আহমাদ: ৪/২১৪, তিরমিযী: ৬৫৩]

তাফসীরে জাকারিয়া

১৫। পিতৃহীন আত্মীয়কে।

-

তাফসীরে আহসানুল বায়ান