কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াত নং - ৩৯ - মাক্কী
৭৯ : ৩৯ فَاِنَّ الۡجَحِیۡمَ هِیَ الۡمَاۡوٰی ﴿ؕ۳۹﴾
নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল। আল-বায়ান
জাহান্নামই হবে তার আবাসস্থল। তাইসিরুল
জাহান্নামই হবে তার অবস্থান স্থল। মুজিবুর রহমান
Then indeed, Hellfire will be [his] refuge. Sahih International
৩৯. জাহান্নামই হবে তার আবাস।(১)
(১) এ আয়াতে জাহান্নামীদের কথা বর্ণনা করা হয়েছে: যে ব্যক্তি আল্লাহ্ তা'আলা ও তাঁর রাসূলের অবাধ্যতা করবে, আর পার্থিব জীবনকে আখেরাতের উপর অগ্ৰাধিকার দেবে অর্থাৎ আখেরাতের কাজ ভুলে গিয়ে দুনিয়ার সুখ ও আনন্দকেই অগ্ৰাধিকার দিবে; তার সম্পর্কে বলা হয়েছে, জাহান্নামই তার আবাস বা ঠিকানা। [সা’দী]
তাফসীরে জাকারিয়া৩৯। জাহীম (জাহান্নাম)ই হবে তার আশ্রয়স্থল। [1]
[1] এ ছাড়া তার কোন অন্য ঠিকানা হবে না যাতে সে তা হতে আশ্রয় নিতে পারবে।
তাফসীরে আহসানুল বায়ান