কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াত নং - ২৩ - মাক্কী

৭৯ : ২৩ فَحَشَرَ فَنَادٰی ﴿۫ۖ۲۳﴾

অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা দিল। আল-বায়ান

সে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল। তাইসিরুল

সে সকলকে সমবেত করল এবং উচ্চৈঃস্বরে ঘোষণা করল, মুজিবুর রহমান

And he gathered [his people] and called out Sahih International

২৩. অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল,

-

তাফসীরে জাকারিয়া

২৩। সে সকলকে সমবেত করল এবং উচ্চ স্বরে ঘোষণা করল।[1]

[1] নিজের সম্প্রদায়কে অথবা যুদ্ধ ও লড়াই করার জন্য নিজের সৈন্য-সামন্তকে কিংবা যাদুকরদেরকে মুকাবেলা করার জন্য সমবেত করল এবং হঠকারিতা প্রদর্শন করে নিজেকেই সর্বশ্রেষ্ঠ রব (প্রভু ও প্রতিপালক) হওয়ার দাবী ঘোষণা করল।

তাফসীরে আহসানুল বায়ান