কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৭ সূরাঃ আল-মুরসালাত | Al-Mursalat | سورة المرسلات - আয়াত নং - ৪২ - মাক্কী
৭৭ : ৪২ وَّ فَوَاكِهَ مِمَّا یَشۡتَهُوۡنَ ﴿ؕ۴۲﴾
আর নিজদের বাসনানুযায়ী ফলমূল-এর মধ্যে। আল-বায়ান
আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে। তাইসিরুল
তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। মুজিবুর রহমান
And fruits from whatever they desire, Sahih International
৪২. আর তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।
-
তাফসীরে জাকারিয়া(৪২) তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। [1]
[1] সর্বপ্রকার ফল-মূল। যখনই তারা তা খেতে ইচ্ছা করবে, তখনই তা এসে উপস্থিত হয়ে যাবে।
তাফসীরে আহসানুল বায়ান