কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াত নং - ৫৪ - মাক্কী
৭৪ : ৫৪ كَلَّاۤ اِنَّهٗ تَذۡكِرَۃٌ ﴿ۚ۵۴﴾
কখনও নয়! এটিতো উপদেশ মাত্র। আল-বায়ান
না, তা হতে পারে না, এটা (অর্থাৎ কুরআন সকলের জন্য) উপদেশবাণী। তাইসিরুল
কখনও না, এটাতো উপদেশ মাত্র। মুজিবুর রহমান
No! Indeed, the Qur'an is a reminder Sahih International
৫৪. নিশ্চয় এ কুরআন তো সকলের জন্য উপদেশবাণী।(১)
(১) এখানে تَذْكِرَةٌ তথা ‘উপদেশ’ বলে কুরআন মজীদ বোঝানো হয়েছে। কেননা, এর শাব্দিক অর্থ স্মারক। [ইবন কাসীর]
তাফসীরে জাকারিয়া(৫৪) না এটা হবার নয়। নিশ্চয় এ (কুরআন) উপদেশ বাণী। [1]
[1] কিন্তু তার জন্য, যে এ কুরআন থেকে নসীহত ও উপদেশ গ্রহণ করতে চায়।
তাফসীরে আহসানুল বায়ান