কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭০ সূরাঃ আল-মা'আরিজ | Al-Ma'arij | سورة المعارج - আয়াত নং - ২৫ - মাক্কী

৭০ : ২৫ لِّلسَّآئِلِ وَ الۡمَحۡرُوۡمِ ﴿۪ۙ۲۵﴾

যাচ্ঞাকারী ও বঞ্চিতের, আল-বায়ান

প্রার্থী এবং বঞ্চিতদের, তাইসিরুল

প্রার্থী ও বঞ্চিতের। মুজিবুর রহমান

For the petitioner and the deprived - Sahih International

২৫. যাচ্ঞাকারী ও বঞ্চিতের,

-

তাফসীরে জাকারিয়া

(২৫) ভিক্ষুক ও বঞ্চিতের। [1]

[1] বঞ্চিতের মধ্যে সে ব্যক্তিও শামিল যে রুযী হতে বঞ্চিত। আর সে ব্যক্তিও শামিল, যে আসমান ও যমীন থেকে আগত কোন বিপদে আক্রান্ত হওয়ার ফলে পুঁজি হতে বঞ্চিত (পুঁজিহারা, দেউলিয়া) হয়ে গেছে এবং সে ব্যক্তিও এর মধ্যে শামিল, যে অভাবী হওয়া সত্ত্বেও ভিক্ষা, যাচ্ঞা বা হাত পাতার অভ্যাস না থাকার কারণে মানুষের দান-সাদাকা থেকে বঞ্চিত থাকে।

তাফসীরে আহসানুল বায়ান