কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭০ সূরাঃ আল-মা'আরিজ | Al-Ma'arij | سورة المعارج - আয়াত নং - ২৪ - মাক্কী

৭০ : ২৪ وَ الَّذِیۡنَ فِیۡۤ اَمۡوَالِهِمۡ حَقٌّ مَّعۡلُوۡمٌ ﴿۪ۙ۲۴﴾

আর যাদের ধন-সম্পদে রয়েছে নির্ধারিত হক, আল-বায়ান

যাদের ধন-সম্পদে একটা সুবিদিত অধিকার আছে, তাইসিরুল

আর যাদের সম্পদের নির্ধারিত হক রয়েছে – মুজিবুর রহমান

And those within whose wealth is a known right Sahih International

২৪. আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে।

-

তাফসীরে জাকারিয়া

(২৪) আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে-[1]

[1] অর্থাৎ, ফরয যাকাত। অনেকের নিকট এ হক ব্যাপক। ওয়াজিব যাকাত ও নফল সাদাকা উভয়ই এর মধ্যে শামিল।

তাফসীরে আহসানুল বায়ান