কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭০ সূরাঃ আল-মা'আরিজ | Al-Ma'arij | سورة المعارج - আয়াত নং - ৫ - মাক্কী

৭০ : ৫ فَاصۡبِرۡ صَبۡرًا جَمِیۡلًا ﴿۵﴾

অতএব তুমি উত্তমরূপে ধৈর্যধারণ কর। আল-বায়ান

সুতরাং (হে নবী!) ধৈর্য ধর- সুন্দর সৌজন্যমূলক ধৈর্য। তাইসিরুল

সুতরাং তুমি ধৈর্য ধারণ কর, পরম ধৈর্য। মুজিবুর রহমান

So be patient with gracious patience. Sahih International

৫. কাজেই আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈৰ্য।

-

তাফসীরে জাকারিয়া

(৫) সুতরাং তুমি ধৈর্যধারণ কর পরম ধৈর্য।

-

তাফসীরে আহসানুল বায়ান