কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৬৮ সূরাঃ আল-কলম | Al-Qalam | سورة القلم - আয়াত নং - ২৩ - মাক্কী
৬৮ : ২৩ فَانۡطَلَقُوۡا وَ هُمۡ یَتَخَافَتُوۡنَ ﴿ۙ۲۳﴾
তারপর তারা চলল, নিম্নস্বরে একথা বলতে বলতে- আল-বায়ান
তারা চুপি চুপি কথা বলতে বলতে চলল। তাইসিরুল
অতঃপর তারা চললো নিম্ন স্বরে কথা বলতে বলতে। মুজিবুর রহমান
So they set out, while lowering their voices, Sahih International
২৩. তারপর তারা চলল নিম্মস্বরে কথা বলতে বলতে,
-
তাফসীরে জাকারিয়া(২৩) অতঃপর তারা চুপিসারে কথা বলতে বলতে (পথ) চলতে শুরু করল, [1]
[1] অর্থাৎ, প্রথমতঃ তারা অতি সকালে বাগানের দিকে যাত্রা করল। দ্বিতীয়তঃ আস্তে আস্তে কথা বলতে বলতে যাচ্ছিল, যাতে তাদের বাগানে যাওয়ার কথা কেউ টের না পায় ।
তাফসীরে আহসানুল বায়ান