কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৫৪ সূরাঃ আল-কামার | Al-Qamar | سورة القمر - আয়াত নং - ৫১ - মাক্কী
৫৪ : ৫১ وَ لَقَدۡ اَهۡلَكۡنَاۤ اَشۡیَاعَكُمۡ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ ﴿۵۱﴾
আর আমি তো তোমাদের মত অনেককে ধ্বংস করে দিয়েছি, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? আল-বায়ান
আমি তোমাদের মত দলগুলোকে ইতোপূর্বে ধ্বংস করেছি, কাজেই উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? তাইসিরুল
আমি ধ্বংস করেছি তোমাদের মত দলগুলিকে; অতএব উহা হতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? মুজিবুর রহমান
And We have already destroyed your kinds, so is there any who will remember? Sahih International
৫১. আর অবশ্যই আমরা ধ্বংস করেছি তোমাদের মত দলগুলোকে; অতএব উপদেশ গ্ৰহণকারী কেউ আছে কি?
-
তাফসীরে জাকারিয়া(৫১) আমি অবশ্যই ধ্বংস করেছি তোমাদের মত দলগুলোকে,[1] অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
[1] অর্থাৎ, পূর্ববর্তী জাতিসমূহের কাফেরদেরকে। যারা কুফরীতে তোমাদেরই মত ছিল।
তাফসীরে আহসানুল বায়ান