কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৪ সূরাঃ আল-কামার | Al-Qamar | سورة القمر - আয়াত নং - ৪১ - মাক্কী

৫৪ : ৪১ وَ لَقَدۡ جَآءَ اٰلَ فِرۡعَوۡنَ النُّذُرُ ﴿ۚ۴۱﴾

ফির‘আউন গোষ্ঠীর কাছেও তো সাবধানবাণী এসেছিল। আল-বায়ান

ফেরাউন গোষ্ঠীর কাছেও (আমার) সতর্কবাণী এসেছিল। তাইসিরুল

ফির‘আউন সম্প্রদায়ের নিকটও এসেছিল সতর্ককারী। মুজিবুর রহমান

And there certainly came to the people of Pharaoh warning. Sahih International

৪১. আর অবশ্যই ফিরআউন সম্প্রদায়ের কাছে এসেছিল সতর্ককারী;

-

তাফসীরে জাকারিয়া

(৪১) নিশ্চয় ফিরআউন সম্প্রদায়ের নিকটও এসেছিল সতর্ককারী,[1]

[1] نُذُرٌ হল نَذِيْرٌ এর বহুবচন (সতর্ককারী)। অথবা إِنْذَار অর্থে যা ‘মাসদার’ (ক্রিয়াবিশেষ্য)। (ফাতহুল ক্বাদীর)

তাফসীরে আহসানুল বায়ান