কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৫৪ সূরাঃ আল-কামার | Al-Qamar | سورة القمر - আয়াত নং - ৩৮ - মাক্কী
৫৪ : ৩৮ وَ لَقَدۡ صَبَّحَهُمۡ بُكۡرَۃً عَذَابٌ مُّسۡتَقِرٌّ ﴿ۚ۳۸﴾
আর সকাল বেলা তাদের উপর অবিরত আযাব নেমে আসল। আল-বায়ান
অতি সকালে নির্ধারিত শাস্তি তাদেরকে গ্রাস করল। তাইসিরুল
প্রত্যুষে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল। মুজিবুর রহমান
And there came upon them by morning an abiding punishment. Sahih International
৩৮. আর অবশ্যই প্রত্যুষে তাদের উপর বিরামহীন শাস্তি আঘাত করেছিল।
-
তাফসীরে জাকারিয়া(৩৮) ভোর সকালে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল। [1]
[1] অর্থাৎ, ভোর সকালে তাদের নিকট বিরামহীন শাস্তি এসে গেল। مستقر (বিরামহীন)এর অর্থ, তাদের উপর অবতীর্ণ এমন আযাব, যা তাদেরকে ধ্বংস না করে ছাড়েনি।
তাফসীরে আহসানুল বায়ান