কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫২ সূরাঃ আত-তূর | At-Tur | سورة الطور - আয়াত নং - ২২ - মাক্কী

৫২ : ২২ وَ اَمۡدَدۡنٰهُمۡ بِفَاكِهَۃٍ وَّ لَحۡمٍ مِّمَّا یَشۡتَهُوۡنَ ﴿۲۲﴾

আর আমি তাদেরকে অতিরিক্ত দেব ফলমূল ও গোশত যা তারা কামনা করবে। আল-বায়ান

আমি তাদেরকে দিব ফলমূল আর গোশত যা তারা পছন্দ করবে। তাইসিরুল

আমি তাদেরকে দিব ফল-মূল এবং গোশত যা তারা পছন্দ করে। মুজিবুর রহমান

And We will provide them with fruit and meat from whatever they desire. Sahih International

২২. আর আমরা তাদেরকে বাড়িয়ে দেব ফলমূল এবং গোশত যা তারা কামনা করবে।

-

তাফসীরে জাকারিয়া

(২২) আমি তাদেরকে ঢের দেব ফল-মূল এবং গোশত, যা তারা পছন্দ করে। [1]

[1] أَمْدَدْنَاهُم  এর অর্থ زِدْنَاهُمْ অর্থাৎ, আমি তাদেরকে প্রচুর দেব।

তাফসীরে আহসানুল বায়ান