কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৫০ সূরাঃ কাফ | Qaf | سورة ق - আয়াত নং - ৩৩ - মাক্কী
৫০ : ৩৩ مَنۡ خَشِیَ الرَّحۡمٰنَ بِالۡغَیۡبِ وَ جَآءَ بِقَلۡبٍ مُّنِیۡبِۣ ﴿ۙ۳۳﴾
যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে উপস্থিত হত। আল-বায়ান
যে না দেখেই দয়াময় (আল্লাহকে) ভয় করত, আর আল্লাহর নির্দেশ পালনের জন্য বিনয়ে অবনত অন্তর নিয়ে উপস্থিত হত। তাইসিরুল
যারা না দেখেই দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয় – মুজিবুর রহমান
Who feared the Most Merciful unseen and came with a heart returning [in repentance]. Sahih International
৩৩. যারা গায়েব অবস্থায় দয়াময় আল্লাহ্কে ভয় করেছে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়েছে—
-
তাফসীরে জাকারিয়া(৩৩) যারা না দেখে পরম দয়াময়কে ভয় করে এবং (আল্লাহ)-অভিমুখী চিত্তে উপস্থিত হয়। [1]
[1] مُنِيْبٌ আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, অভিমুখী ও তাঁর আনুগত্যশীল অন্তর। কিংবা অর্থ سَلِيْمٍ শিরক এবং পাপাচারের অপবিত্রতা থেকে পবিত্র অন্তর।
তাফসীরে আহসানুল বায়ান