কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫০ সূরাঃ কাফ | Qaf | سورة ق - আয়াত নং - ২৬ - মাক্কী

৫০ : ২৬ الَّذِیۡ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰـهًا اٰخَرَ فَاَلۡقِیٰهُ فِی الۡعَذَابِ الشَّدِیۡدِ ﴿۲۶﴾

যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল, তোমরা তাকে কঠিন আযাবে নিক্ষেপ কর। আল-বায়ান

যে আল্লাহর সঙ্গে অন্যকে ইলাহ্ বানিয়ে নিয়েছিল। কাজেই তোমরা উভয়ে তাকে কঠিন ‘আযাবে নিক্ষেপ কর। তাইসিরুল

যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য মা‘বূদ গ্রহণ করত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর। মুজিবুর রহমান

Who made [as equal] with Allah another deity; then throw him into the severe punishment." Sahih International

২৬. যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্ৰহণ করেছিল, তোমরা তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।

-

তাফসীরে জাকারিয়া

(২৬) যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর। [1]

[1] মহান আল্লাহ আমলের এই তালিকার আলোকে বিচার-ফায়সালা করবেন। أَلْقِيَا (‘নিক্ষেপ কর’) থেকে الشَّدِيْدُ (‘কঠিন শাস্তিতে নিক্ষেপ কর’) পর্যন্ত আল্লাহর উক্তি।

তাফসীরে আহসানুল বায়ান