কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ১৬৪ - মাক্কী
৩৭ : ১৬৪ وَ مَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعۡلُوۡمٌ ﴿۱۶۴﴾ۙ
আমাদের* প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত স্থান রয়েছে। আল-বায়ান
আমাদের (ফেরেশতাদের) প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে। তাইসিরুল
‘‘আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে, মুজিবুর রহমান
[The angels say], "There is not among us any except that he has a known position. Sahih International
*এটা ফেরেশতাদের বক্তব্য।
১৬৪. আর (জিবরীল বললেন) আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান রয়েছে,
-
তাফসীরে জাকারিয়া(১৬৪) (জিবরীল বলেছিল), আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে; [1]
[1] অর্থাৎ, আল্লাহর ইবাদতের জন্য। এ কথাটি ফিরিশতাদের।
তাফসীরে আহসানুল বায়ান