কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ১৪১ - মাক্কী

৩৭ : ১৪১ فَسَاهَمَ فَكَانَ مِنَ الۡمُدۡحَضِیۡنَ ﴿۱۴۱﴾ۚ

অতঃপর সে লটারীতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল। আল-বায়ান

অতঃপর (দোষী খুঁজার জন্য যে লটারী করা হল সেই) লটারীতে সে অংশ নিল আর তাতে হেরে গেল। তাইসিরুল

অতঃপর সে লটারীতে যোগদান করল এবং পরাভূত হল। মুজিবুর রহমান

And he drew lots and was among the losers. Sahih International

১৪১. অতঃপর তিনি লটারীতে যোগদান করে পরাভূতদের অন্তর্ভুক্ত হলেন।(১)

(১) কাতাদাহ বলেন, তিনি নৌকায় উঠার পর নৌকাটির চলা থেমে গেল। তখন লোকেরা বুঝল যে, কোন ঘটনা ঘটেছে, যার কারণে এটা আটকে গেছে। তখন তারা লটারী করল। তাতে ইউনুস আলাইহিস সালামের নাম আসল। তখন তিনি তার নিজেকে সাগরে নিক্ষেপ করলেন আর তখনি একটি বড় মাছ তাকে গিলে ফেলল। [তাবারী]

তাফসীরে জাকারিয়া

(১৪১) অতঃপর লটারি হলে সে হেরে গেল।

-

তাফসীরে আহসানুল বায়ান