কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ১৫ - মাক্কী
৩৭ : ১৫ وَ قَالُوۡۤا اِنۡ هٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿ۚۖ۱۵﴾
আর বলে, ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়’! আল-বায়ান
আর তারা বলে- ‘এটা স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই না।’ তাইসিরুল
এবং বলেঃ এটাতো এক সুস্পষ্ট যাদু ব্যতীত আর কিছুই নয়। মুজিবুর রহমান
And say, "This is not but obvious magic. Sahih International
১৫. এবং বলে, এটা তো এক সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়।
-
তাফসীরে জাকারিয়া(১৫) এবং বলে, ‘এতো এক স্পষ্ট যাদু ছাড়া কিছু নয়। [1]
[1] অর্থাৎ, নসীহত গ্রহণ না করা তাদের স্বভাব। আর কোন সুস্পষ্ট প্রমাণ বা মু’জেযা দেখানো হলে বিদ্রূপ করে এবং তা যাদু ভাবে।
তাফসীরে আহসানুল বায়ান