কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ১০৭ - মাক্কী
২৬ : ১০৭ اِنِّیۡ لَكُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۰۷﴾ۙ
‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল’। আল-বায়ান
আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রাসুল। তাইসিরুল
আমিতো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। মুজিবুর রহমান
Indeed, I am to you a trustworthy messenger. Sahih International
১০৭. আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
-
তাফসীরে জাকারিয়া(১০৭) নিঃসন্দেহে আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল। [1]
[1] অর্থাৎ, আল্লাহ যে বাণী দিয়ে আমাকে পাঠিয়েছেন, তা আমি তোমাদেরকে কম-বেশি না করে হুবহু পৌঁছে দেব।
তাফসীরে আহসানুল বায়ান