কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ৭৭ - মাক্কী
২৬ : ৭৭ فَاِنَّهُمۡ عَدُوٌّ لِّیۡۤ اِلَّا رَبَّ الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۷۷﴾
‘সকল সৃষ্টির রব ছাড়া অবশ্যই তারা আমার শত্রু’। আল-বায়ান
তারা সবাই আমার শত্রু, বিশ্বজগতের পালনকর্তা ছাড়া। তাইসিরুল
তারা সবাই আমার শত্রু, জগতসমূহের রাব্ব ব্যতীত। মুজিবুর রহমান
Indeed, they are enemies to me, except the Lord of the worlds, Sahih International
৭৭. সৃষ্টিকুলের রব ব্যতীত এরা সবাই তো আমার শত্ৰু।
-
তাফসীরে জাকারিয়া(৭৭) বিশ্বজগতের প্রতিপালক ব্যতীত তারা সকলেই আমার শত্রু।[1]
[1] তিনি আমার শত্রু নন; বরং ইহকাল ও পরকালে তিনি আমার সহায়ক ও বন্ধু।
তাফসীরে আহসানুল বায়ান