কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ৭৩ - মাক্কী
২৬ : ৭৩ اَوۡ یَنۡفَعُوۡنَكُمۡ اَوۡ یَضُرُّوۡنَ ﴿۷۳﴾
‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে’? আল-বায়ান
কিংবা তোমাদের উপকার করে অথবা অপকার?’ তাইসিরুল
অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে? মুজিবুর রহমান
Or do they benefit you, or do they harm?" Sahih International
৭৩. অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে?
-
তাফসীরে জাকারিয়া(৭৩) অথবা ওরা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে?’ [1]
[1] অর্থাৎ, যদি তোমরা ওদের ইবাদত না কর, তাহলে কি ওরা তোমাদের ক্ষতি করে?
তাফসীরে আহসানুল বায়ান