কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ৫৪ - মাক্কী

২৬ : ৫৪ اِنَّ هٰۤؤُلَآءِ لَشِرۡ ذِمَۃٌ قَلِیۡلُوۡنَ ﴿ۙ۵۴﴾

‘নিশ্চয়ই এরা তো ক্ষুদ্র একটি দল।’ আল-বায়ান

(এই ব’লে যে) এরা (বানী ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল। তাইসিরুল

এই বলেঃ এরাতো ক্ষুদ্র একটি দল। মুজিবুর রহমান

[And said], "Indeed, those are but a small band, Sahih International

৫৪. এ বলে, এরা তো ক্ষুদ্র একটি দল,

-

তাফসীরে জাকারিয়া

(৫৪) এ বলে যে, বনী-ইস্রাঈল তো ক্ষুদ্র একটি দল, [1]

[1] এটি তুচ্ছ ভেবে বলা হয়েছে। যদিও তাদের সংখ্যা ছ’লাখ বলা হয়ে থাকে।

তাফসীরে আহসানুল বায়ান