কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ৩১ - মাক্কী

২৬ : ৩১ قَالَ فَاۡتِ بِهٖۤ اِنۡ كُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۳۱﴾

ফির‘আউন বলল, ‘তুমি সত্যবাদী হয়ে থাকলে তা নিয়ে এসো’। আল-বায়ান

(ফেরাউন) বলল : ‘তাহলে তা আনো, যদি তুমি সত্যবাদী হও।’ তাইসিরুল

ফির‘আউন বললঃ তুমি যদি সত্যবাদী হও তাহলে তা উপস্থিত কর। মুজিবুর রহমান

[Pharaoh] said, "Then bring it, if you should be of the truthful." Sahih International

৩১. ফিরআউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত কর।

-

তাফসীরে জাকারিয়া

(৩১) ফিরআউন বলল, ‘তুমি যদি সত্যবাদী হও, তবে তা আনয়ন কর।’

-

তাফসীরে আহসানুল বায়ান