২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ৩০ - মাক্কী
মূসা বলল, ‘যদি আমি তোমার কাছে স্পষ্ট কোন বিষয় নিয়ে আসি, তবুও’? আল-বায়ান
(মূসা) বলল : ‘আমি যদি তোমার কাছে কোন স্পষ্ট জিনিস নিয়ে আসি তবুও? তাইসিরুল
মূসা বললঃ আমি তোমার নিকট স্পষ্ট কোন নিদর্শন আনয়ন করলেও? মুজিবুর রহমান
[Moses] said, "Even if I brought you proof manifest?" Sahih International
৩০. মূসা বললেন, আমি যদি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আসি, তবুও?(১)
(১) অর্থাৎ যদি আমি সত্যিই সমগ্ৰ বিশ্ব-জাহানের, আকাশ ও পৃথিবীর এবং পূর্ব ও পশ্চিমের রবের পক্ষ থেকে যে আমাকে পাঠানো হয়েছে এর সপক্ষে সুস্পষ্ট আলামত পেশ করি, তাহলে এ অবস্থায়ও কি আমার কথা মেনে নিতে অস্বীকার করা হবে এবং আমাকে কারাগারে পাঠানো হবে? [দেখুন: বাগভী]
তাফসীরে জাকারিয়া(৩০) মূসা বলল, ‘আমি তোমার নিকট স্পষ্ট কোন (নিদর্শন) আনয়ন করলেও কি?’ [1]
[1] অর্থাৎ, এমন কোন জিনিস বা ‘মু’জিযা’ যার দ্বারা প্রকাশ পায় যে, আমি সত্য এবং সত্যই আমি আল্লাহর রসূল, তবুও কি আমার সত্যতা তুমি মেনে নেবে না?
তাফসীরে আহসানুল বায়ান