কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
২৩ সূরাঃ আল-মুমিনুন | Al-Mu'minun | سورة المؤمنون - আয়াত নং - ৪২ - মাক্কী
২৩ : ৪২ ثُمَّ اَنۡشَاۡنَا مِنۡۢ بَعۡدِهِمۡ قُرُوۡنًا اٰخَرِیۡنَ ﴿ؕ۴۲﴾
তারপর তাদের পরে আমি অন্য প্রজন্ম সৃষ্টি করেছি। আল-বায়ান
অতঃপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছিলাম। তাইসিরুল
অতঃপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি। মুজিবুর রহমান
Then We produced after them other generations. Sahih International
৪২. তারপর তাদের পরে আমরা বহু প্ৰজন্ম সৃষ্টি করেছি।
-
তাফসীরে জাকারিয়া(৪২) অতঃপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করলাম। [1]
[1] এর অর্থ সালেহ, লূত ও শুআইব (‘আলাইহিমুস সালাম)-এর জাতি। কেননা, সূরা আ’রাফ ও সূরা হূদে অনুরূপ পর্যায়ক্রমে এদের ঘটনা আলোচিত হয়েছে। আবার কারো কারো নিকট এর অর্থঃ বানী ইস্রাঈল জাতি। قرون শব্দটি قَرن (শতাব্দী) এর বহুবচন, এখানে ‘জাতি’ অর্থে ব্যবহার হয়েছে।
তাফসীরে আহসানুল বায়ান