পরিচ্ছেদঃ যে ব্যক্তি আসর ও ফজরের সালাত আদায় করে, তার জাহান্নামে না যাওয়া প্রসঙ্গে বর্ণনা
১৭৩৪. উমারাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জাহান্নামে প্রবেশ করবে না এমন ব্যক্তি যিনি সূর্য উদয়ের আগের সালাত (ফজরের সালাত) ও সূর্যাস্তের আগের সালাত (আসরের সালাত) আদায় করবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবূ বকর হলেন উমারাহ বিন রুবিয়্যাহ সাকাফী। তার বাবা একজন সাহাবী ছিলেন আবূ বকরের নাম ও উপনাম একই।”
ذِكْرُ نَفْيِ دُخُولِ النَّارِ عَمَّنْ صَلَّى الْعَصْرَ والغداة
1734 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ بِالرَّقَّةِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ الْقَطَّانُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا مِسْعَرُ بْنُ كِدَامٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَارَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَلِجُ النَّارَ أَحَدٌ صلى قبل طلوع الشمس وقبل غروبها)
الراوي : عُمَارَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1734 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (455)
قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو بَكْرٍ هَذَا: هُوَ ابن عمارة بن روبية الثَّقَفِيُّ لِأَبِيهِ صُحْبَةٌ وَاسْمُ أَبِي بَكْرٍ: كُنْيَتُهُ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫৫)