৪৭৮

পরিচ্ছেদঃ কাঁচা পেয়াজ, রসুন এবং দুর্গন্ধযুক্ত সব্জির ব্যাপারে যা বর্ণিত হয়েছে

৪৭৮) জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি এ বৃক্ষ থেকে কিছু (রসুন) খেল সে যেন আমাদের সাথে আমাদের মসজিদে মিলিত না হয়। বর্ণনাকারী বলেনঃ আমি জাবের বিন আব্দুল্লাহকে বললামঃ তিনি এর দ্বারা কি বুঝাচ্ছেন? উত্তরে জাবের বলেনঃ আমার ধারণা এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঁচা রসুন উদ্দেশ্য করেছেন। এও বলা হয় যে, দুর্গন্ধযুক্ত বৃক্ষ দ্বারা কাঁচা পেঁয়াজ ও রসুনের দুর্গন্ধকে বুঝানো হয়েছে।

باب مَا جَاءَ فِي الثُّومِ النَّىِّ وَالْبَصَلِ وَالْكُرَّاثِ

৪৭৮ـ عن جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ النَّبِيُّ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ-يُرِيدُ الثُّومَ-فَلا يَغْشَانَا فِي مَسَاجِدِنَا. قُلْتُ: مَا يَعْنِي بِهِ قَالَ: مَا أُرَاهُ يَعْنِي إِلاَّ نِيئَهُ. وقِيْلَ: إِلاَّ نَتْنَهُ

৪৭৮ـ عن جابر بن عبد الله قال: قال النبي من اكل من هذه الشجرة-يريد الثوم-فلا يغشانا في مساجدنا. قلت: ما يعني به قال: ما اراه يعني الا نيىه. وقيل: الا نتنه

What has been said about uncooked garlic, onion and leek.


Narrated Jabir bin `Abdullah:

"The Prophet (ﷺ) said, 'Whoever eats (from) this plant (he meant garlic) should keep away from our mosque." I said, "What does he mean by that?" He replied, "I think he means only raw garlic."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)