৪৭৭

পরিচ্ছেদঃ সালাম ফেরানোর পর ডান দিক থেকে অথবা বাম দিক থেকে ঘুরে বসা

৪৭৭) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ তোমাদের কেউ যেন তার নামাযের কোন অংশ শয়তানের জন্য নির্ধারণ না করে এভাবে যে, সে মনে করবে, নামায শেষে অবশ্যই ডান দিক থেকে ঘুরে বসতে হবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামায শেষে অনেকবার বাম দিক থেকে ঘুরে বসতে দেখেছি।

টিকাঃ মোটকথা কোন বৈধ জিনিষকে ওয়াজিব হিসাবে নির্ধারণ করা শয়তানের প্ররোচনাতেই হয়ে থাকে। নামায শেষে ইমাম তাঁর ডান বা বাম দিকের যে কোন এক দিক থেকে ঘুরে মুক্তাদীগণের দিকে মুখ করে বসতে পারে। কেউ যদি মনে করে অবশ্যই ডান দিক থেকে ঘুরতে হবে, তবে এটাই হবে নামাযের কোন অংশে শয়তানকে অংশীদার করার শামিল। কারণ বাম দিক থেকে ঘুরে বসার কথাও সহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। যেমনটি উপরে বর্ণিত হাদীছ থেকেও বুঝা যায়।

باب الاِنْفِتَالِ وَالاِنْصِرَافِ عَنِ الْيَمِينِ، وَالشِّمَالِ

৪৭৭ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ: لايَجْعَلْ أَحَدُكُمْ لِلشَّيْطَانِ شَيْئًا مِنْ صَلاتِهِ، يَرَى أَنَّ حَقًّا عَلَيْهِ أَنْ لا يَنْصَرِفَ إِلاَّ عَنْ يَمِينِهِ، لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ كَثِيرًا يَنْصَرِفُ عَنْ يَسَارِهِ. (بخارى:৮৫২)

৪৭৭ـ عن عبد الله بن مسعود قال: لايجعل احدكم للشيطان شيىا من صلاته، يرى ان حقا عليه ان لا ينصرف الا عن يمينه، لقد رايت النبي كثيرا ينصرف عن يساره. (بخارى:৮৫২)

To leave or depart from the right and from the left after finishing from the Salat (prayers).


Narrated `Abdullah:

You should not give away a part of your prayer to Satan by thinking that it is necessary to depart (after finishing the prayer) from one's right side only; I have seen the Prophet (ﷺ) often leave from the left side.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)