৪৫০

পরিচ্ছেদঃ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ বলার ফজীলত

৪৫০) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম বলেনঃ ইমাম যখন নামাযে রুকূ হতে মাথা উঠানোর সময় ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলবে তখন তোমরা বলঃ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ। কেননা যার এ কথা ফেরেশতাদের এ কথার সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

টিকাঃ জেনে রাখা উচিৎ, ইমাম ও মুক্তাদী উভয়েই রুকূ হতে মাথা উঠানোর সময় ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ এবং ‘আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ’ বলবে। উপরে বর্ণিত ৪৪৬ নং হাদীছ এবং অত্র হাদীছ একত্রিত করলে বিষয়টি অতি সহজেই অনুধাবন করা যায়।

باب فَضْلِ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ

৪৫১ـ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا قَالَ الإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلائِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. (بخارى:৭৯৬)

৪৫১ـ عن ابي هريرة ان رسول الله قال اذا قال الامام: سمع الله لمن حمده فقولوا: اللهم ربنا لك الحمد، فانه من وافق قوله قول الملاىكة، غفر له ما تقدم من ذنبه. (بخارى:৭৯৬)

The superiority of saying Allahumma Rabbana lakal hand (O Allah, Our Lord!, All the praises and thanks are for You)


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "When the Imam says, "Sami`a l-lahu liman hamidah," you should say, "Allahumma Rabbana laka l-hamd." And if the saying of any one of you coincides with that of the angels, all his past sins will be forgiven."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)