পরিচ্ছেদঃ স্বামী-স্ত্রী এক সাথে একই পাত্র থেকে অযু করা
১৪৬) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ পুরুষ এবং মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যামানায় এক সাথে একই পাত্র হতে অযু করতেন।
টিকাঃ সম্ভবতঃ এটি ছিল পর্দার বিধান নাযিল হওয়ার পূর্বে অথবা এমন নারী-পুরুষ উদ্দেশ্য যারা একে অপরের মাহরাম অথবা এখানে স্বামী-স্ত্রী উদ্দেশ্য। ইমাম বুখারী এই হাদীছের যে শিরোনাম রচনা করেছেন তাতে বুঝা যায় শেষোক্ত কথাটিই উদ্দেশ্য।
باب وُضُوءِ الرَّجُلِ مَعَ امْرَأَتِهِ وَفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ
১৪৬ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ جَمِيعًا
ইসলামিক সেন্টারঃ ১৮৭
The performance of ablution by a man along with his wife.
Narrated 'Abdullah bin 'Umar:
"During the lifetime of Allah's Messenger (ﷺ) men and women used to perform ablution together."