পরিচ্ছেদঃ ৭৬: সাহূ’র দু’টি সিজদার পর সালাম (ফিরানো)
১৩৩১. ইয়াহইয়া হাবীব ইবনু ’আরাবী (রহ.) ..... ’ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিত। (একদা) নবী (সা.) তিন রাক’আত সালাত আদায় করে সালাম ফিরালেন। তখন তাঁকে খিরবাক (রাঃ) বললেন, আপনি সালাত তিন রাক’আত আদায় করেছেন। তখন তিনি মুসল্লীদের নিয়ে বাকি এক রাক’আত আদায় করলেন। অতঃপর সালাম ফিরালেন। এরপর ভুলের জন্যে দু’টি সিজদা দিয়ে আবার সালাম ফিরালেন।
السلام بعد سجدتي السهو
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْعِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: صَلَّى ثَلَاثًا، ثُمَّ سَلَّمَ فَقَالَ الْخِرْبَاقُ: إِنَّكَ صَلَّيْتَ ثَلَاثًا فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الْبَاقِيَةَ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ، ثُمَّ سَلَّمَ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۲۳۸ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1332 - صحيح
76. Salam After The Two Prostrations Of Forgetfulness
It was narrated from 'Imran bin Husain that: The Prophet (ﷺ) prayed three (rak'ahs) then said the taslim. Al-Khirbaq said: You prayed three. So he led them in praying the remaining rak'ah, then he said the taslim, then he did the two prostrations of forgetfulness, then he said the taslim (again).