৬২২৮

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য

৬২২৮-[৩৩] জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, হুদায়বিয়ার ঘটনার সময় আমরা চৌদ্দশত মুসলিম উপস্থিত ছিলাম। তখন নবী (সা.) আমাদেরকে লক্ষ্য করে বললেন, আজ জমিনবাসীর মধ্যে তোমরাই শ্রেষ্ঠ। (বুখারী ও মুসলিম)

الفصل الاول (بَاب جَامع المناقب)

وَعَنْ جَابِرٍ قَالَ: كُنَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَمِائَةٍ. قَالَ لَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتُمُ الْيَوْمَ خَيْرُ أَهْلِ الأَرْض» . مُتَّفق عَلَيْهِ

متفق علیہ ، رواہ البخاری (4154) و مسلم (71 / 1856)، (4811) ۔
(مُتَّفَقٌ عَلَيْهِ)

وعن جابر قال: كنا يوم الحديبية الفا واربعماىة. قال لنا النبي صلى الله عليه وسلم: «انتم اليوم خير اهل الارض» . متفق عليه متفق علیہ ، رواہ البخاری (4154) و مسلم (71 / 1856)، (4811) ۔ (متفق عليه)

ব্যাখ্যা: উক্ত হাদীসকে কেন্দ্র করে কিছু ‘আলিমগণ বলে থাকেন, তাদের মধ্যে মর্যাদার ক্ষেত্রে স্তর রয়েছে। যেমন- সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন চার খলীফাহ্। তারপর বাকী আশারায়ে মুবাশশারাহগণ। তারপর উহুদে অংশগ্রহণকারী সাহাবীগণ। তারপর হুদায়বিয়াতে গাছের নিচে বায়'আত গ্রহণকারী সাহাবীগণ। (মিরক্বাতুল মাফাতীহ)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৩০: মান-মর্যাদা (كتاب المناقب)