পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৬০-[২৪] আবু কতাদাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) নিদর্শনসমূহ দুইশত বছর পর হতে প্রকাশ পেতে থাকবে। (ইবনু মাজাহ)
اَلْفصْلُ الثَّالِثُ (بَاب أَشْرَاط السَّاعَة)
عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْآيَاتُ بَعْدَ الْمِائَتَيْنِ . رَوَاهُ ابْن مَاجَه
اسنادہ ضعیف ، رواہ ابن ماجہ (4057) * عون : ضعیف وقال الذھبی :’’ احسبہ موضوعًا و عون ضعفوہ ‘‘ ۔
(ضَعِيف)
عن ابي قتادة قال: قال رسول الله صلى الله عليه وسلم: الايات بعد الماىتين . رواه ابن ماجه
اسنادہ ضعیف ، رواہ ابن ماجہ (4057) * عون : ضعیف وقال الذھبی :’’ احسبہ موضوعا و عون ضعفوہ ‘‘ ۔
(ضعيف)
মাওযু: ইবনু মাজাহ ৪০৫৭, য'ঈফাহ্ ১৯৬৬, য'ঈফুল জামি ২২৬৪, 'আওন ইবনু 'উমারাহ্ য'ঈফ; য'ঈফাহ ১৯৬৬।
হাদিসের মানঃ জাল (Fake)
বর্ণনাকারীঃ আবূ কাতাদাহ্ আল-আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৭: ফিতনাহ (كتاب الْفِتَن)