পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৪৫-[৭] জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: প্রত্যেক বান্দাকে কিয়ামতের দিন সেই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। (মুসলিম)
الفصل الاول (بَاب الْبكاء وَالْخَوْف)
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا ماتَ عَلَيْهِ» . رَوَاهُ مُسلم
رواہ مسلم (83 / 2878)، (7232) ۔
(صَحِيح)
وعن جابر قال: قال رسول الله صلى الله عليه وسلم: «يبعث كل عبد على ما مات عليه» . رواه مسلم
رواہ مسلم (83 / 2878)، (7232) ۔
(صحيح)
সহীহ মুসলিম ৮৩-(২৮৭৮), সহীহুল জামি ৮০১৫, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ৬৭৪৬, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ১০১৩, মুসনাদে আহমাদ ১৪৫৮৩, আবূ ইয়া'লা ১৯০১, সহীহ ইবনু হিব্বান ১৭৩১৩, শুআবূল ঈমান ৩৫৯, আল মু'জামুল আওসাত্ব ৯০৭৬, আল মুসতাদরাক লিল হাকিম ১২৫৯।
ব্যাখ্যা : (يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا ماتَ عَلَيْهِ) প্রত্যেক বান্দাকে হাশরের মাঠে তার কৃতকর্ম নিয়ে উঠানো হবে। তা ভালো হোক কিংবা মন্দ হোক। (মিরক্বাতুল মাফাতীহ)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৬: মন-গলানো উপদেশমালা (كتاب الرقَاق)