১৮৯১

পরিচ্ছেদঃ ৫৩/১৬. কথা বলায় স্পষ্টতা অবলম্বন করা এবং ইল্‌ম লিখে রাখার হুকুম।

১৮৯১. ’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কথা বলতেন যে, কোন গণনাকারী গুণতে চাইলে তাঁর কথাগুলি গণনা করতে পারত।

التثبت في الحديث وحكم كتابة العلم

حديث عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحَدِّثُ حَدِيثًا، لَوْعَدَّهُ الْعَادُّ لأَحْصَاهُ

حديث عاىشة ان النبي صلى الله عليه وسلم كان يحدث حديثا لوعده العاد لاحصاه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৫৩/ সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা (كتاب الزهد والرقائق)