পরিচ্ছেদঃ ৪০/৩. গোলাম, দাসী, মাওলা ও সাইয়েদ ইত্যাদি শব্দের সঠিক ব্যবহার।
১৪৫১. আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এমন কথা না বলে “তোমার প্রভুকে আহার করাও” “তোমার প্রভুকে অযু করাও” “তোমার প্রভুকে পান করাও” আর যেন (দাস ও বাদীরা) এরূপ বলে, “আমার মনিব", ’আমার অভিভাবক, তোমাদের কেউ যেন এরূপ না বলে আমার দাস, আমার দাসী। বরং বলবে- ’আমার বালক, আমার বালিকা, আমার খাদিম।
حكم إِطلاق لفظة العبد والأمة والمولى والسيد
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: لاَ يَقُلْ أَحَدُكُمْ أَطْعِمْ رَبَّكَ، وَضِّى رَبَّكَ، اسْقِ رَبَّكَ وَلْيَقُلْ سَيِّدِي، مَوْلاَيَ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي، أَمَتِي وَلْيَقُلْ فَتَايَ وَفَتَاتِي وَغُلاَمِي
حديث ابي هريرة رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم انه قال: لا يقل احدكم اطعم ربك، وضى ربك، اسق ربك وليقل سيدي، مولاي ولا يقل احدكم عبدي، امتي وليقل فتاي وفتاتي وغلامي
সহীহুল বুখারী, পৰ্ব ৪৯: ক্রীতদাস আযাদ করা, অধ্যায় ১৭, হাঃ ২৫৫২; মুসলিম, পূর্ব ৪০: সৌজন্যমূলক কথা বলা ইত্যাদি, অধ্যায় ৩, হাঃ ২২৪৯
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪০/ সৌজন্যমূলক কথা বলা ইত্যাদি (كتاب الألفاظ من الأدب وغيرها)