পরিচ্ছেদঃ ৪০/২. আঙ্গুরের নাম কারাম বলা মাকরূহ।
১৪৫০. আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকরা (আঙ্গুরকে) ’কারম’ বলে, কিন্তু আসলে কারম হলো মুমিনের অন্তর।
كراهة تسمية العنب كرمًا
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَيَقُولُونَ الْكَرْمُ إِنَّمَا الْكَرْمُ قَلبُ الْمُؤْمِنِ
حديث ابي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ويقولون الكرم انما الكرم قلب المومن
সহীহুল বুখারী, পর্ব ৭৮ ; আদব-আচার, অধ্যায় ১০২, হাঃ ৬১৮৩; মুসলিম, পৰ্ব ৪০: সৌজন্যমূলক কথা বলা ইত্যাদি, অধ্যায় ২, হাঃ ২২৪৬
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪০/ সৌজন্যমূলক কথা বলা ইত্যাদি (كتاب الألفاظ من الأدب وغيرها)